3
undefined undefined undefined

অণুগল্পঃ উৎসব দত্ত

Posted in


অণুগল্প



গর্বিতা মা
উৎসব দত্ত 



অফিসের পার্টিতে নিমন্ত্রিত অভীক বোস ওয়াইফকে নিয়ে এসেছেন। আরও অনেক কলিগের ওয়াইফ এসেছেন। মিসেস মিত্রকে দেখে এগিয়ে গিয়ে কথা বলতে শুরু করলেন মিসেস বোস।

"আরে মিসেস মিত্র, কেমন আছেন? এই, জানেন তো আমার ছেলে টেক্সাস যাচ্ছে। ওদের অফিস থেকে পাঠাচ্ছে। ওর ইচ্ছে আছে ওখানেই পাকাপাকি ভাবে থেকে যাওয়া। আমার আর ওর বাবারও সেরকমই ইচ্ছে। বাবুকে তো আমি চিনি। ওর ছোটবেলার স্বপ্ন আমেরিকা যাবে। ওখানেই থাকবে।" 

মিসেস বোস কে থামিয়ে মিস্টার বোস বলতে শুরু করলেন- "ছেলেকে আজ এই জায়গায় আনতে প্রচুর ইনভেস্ট করেছি। সব চেয়ে ভালো ইন্সটিটিঊশানে পড়িয়েছি। আল্টিমেটলি কার ছেলে দেখতে হবেতো!"

মিস্টার বোসের কথা কেড়ে নিয়ে মিসেস বোস আবার বলতে শুরু করলেন- "আমার বাবু পড়াশোনায় বরাবরই ভালো। ক্লাসে ফার্স্ট ছাড়া সেকেন্ড কোনওদিন হয়নি। ওর বন্ধুরা তো ওকে নিয়ে পাগল। এই বিদেশ যাওয়ার খবরটা শুনে সবাই কি ভীষণ খুশি! কজন এই সুযোগ পায় বলুন তো?"

মিস্টার অ্যান্ড মিসেস বোসের কথা গুলো চুপ করে মন দিয়ে শুনছিলেন মিস্টার অ্যান্ড মিসেস মিত্র। এতক্ষণ ধরে চুপ করে শোনার পর কোন প্রত্যুত্তর না পেয়ে মিসেস বোস কিছুটা অপ্রস্তুত হয়ে স্বগোতোক্তির স্বরে হাসব্যান্ডকে বললেন- "অ্যাই, এবার চলো।"

মিসেস বোস চলে যেতে মিস্টার মিত্র বিরক্ত হয়ে মিসেস মিত্রকে বললেন- "তুমি চুপ করে সব শুনলে। একটা কথাও বললেনা! যে ছেলে জার্মানি যাওয়ার অফার ছেড়ে সরকারি হাসপাতালে ডাক্তারি করে তার মায়ের তো গর্ব হওয়া উচিত। তুমি কিছু বললেনা কেন? "

এতক্ষণ চুপ করে থাকার পর মিসেস মিত্র হাসতে হাসতে বললেন- "বোবা কালার কোনও শত্রু নেই। কেউ হিংসে করেনা। মাঝে মাঝে কালা কিম্বা বোবা হলে ক্ষতি কি?"




3 comments: