undefined
undefined
undefined
কবিতাঃ রামকিশোর ভট্টাচার্য
Posted in কবিতাকবিতা
আজও
রামকিশোর ভট্টাচার্য
ভোর হলেই একটু আকাশের সঙ্গে কথা, দশ কোণে
যে সব প্রবীন অন্ধকার ঝুলে থাকে তাদের সরিয়ে
ঠাকুমার ঝুলি থেকে উঠে আসে কবেকার পোষ মানা
রঙের কণারা, তাদের প্রজাপতি ডাকি, মৌমাছি।
মুহূর্তগুলি জড়িয়ে থাকে হাওয়ায় হাওয়ায়। রাতে যারা
ঘুমপারানিয়া গান গেয়ে ঈষৎ স্বপ্নের দোলায় চাপিয়েছিলো
তারাই আজ পাখি বলে উড়িয়ে নিয়ে যেতে চায়
মধুশালার দিকে! টের পাই কবেকার দুষ্টুমি আর উদাস
এলোচুলের অদ্ভূত ডাক। চোখ বন্ধ করি। আলোভাষায়
কাহিনী শোনায় দোয়েল বুলবুলি। সুগন্ধ ছড়ানো ভৈরবী
এলোমেলো স্মৃতি কুড়িয়ে অন্তরায় রাখে। তবে অশ্রুবিন্দু
গুনে গুনেই সময় হারাবে! সেই রূপকথা মেঘ আর
বকুল সরণি। বইয়ের পৃষ্ঠা থেকে উঠে আসা রাজকুমারীর
চোখ... আজও পূরবী বাজলে কারও দরজা খুলে যায়...
0 comments: