কবিতাঃ শমীক জয় সেনগুপ্ত
Posted in কবিতাকবিতা
কবিতার হকার
শমীক জয় সেনগুপ্ত
আমার শরীর জুড়ে জমে উঠেছে মাটির চর।
কোথাও বেতসের নরম টান-
তো কোথাও মাথা দুলিয়ে, ভ্রূ নাচিয়ে
এগিয়ে আসছে গুল্ম-লতা বল্লরীরা।
দুটো চোখে দূষণের কাজল
ঢেকে রেখেছে আমার সব চপলতা-
যে ভাবে মাটির থেকে দূরে চলে যাওয়া
মানিপ্লান্ট ঢেকে রাখে আমার অনাবৃত উরু
উন্মীলিত বক্ষ আর এক বাক্স কামনায় মোড়া
প্যান্ডোরার হিসেব নিকেশ।
ঠিক সেভাবেই এ সভ্যতা ঢেকে দিচ্ছে
আমার নির্জনতার একান্ত বাসর।
আর সভ্যতার টাই এঁটে একরাশ ভাগাড়ে শকুন
অপেক্ষা করছে আমার পচনধরা
ভিত নড়ে যাওয়া সংস্কারে ঠোঁট ঠেকাবে বলে-
ওরা বুঝি জেনে গেছে আমি কবি নই।
আসলেতে কবিতার হকার একজন।
ওরাও জানে যে শুধু ঠোঁট ছুঁলেই চুমু খাওয়া হয় না কখনো।
0 comments: