কবিতাঃ ইন্দ্রাণী সরকার
Posted in কবিতাকবিতা
ভালবাসা
ইন্দ্রাণী সরকার
শুধুই চারটি অক্ষর
ছবিতে মূর্ত হয় চোখের তারা
কাছে থাকলে
এমন কোনো শর্ত হারায় না
শুধু গোলাপের পাপড়ি
খসে খসে পড়ে
ঠোঁটের তিলটি ধার করা ছিল
যদিও ওরা তা মানে না
মেনেও মানে না
ওই কোণায় তাকে
মানায় যে বড়
এক বিন্দু চোখের জল
জমে থাকে চোখের পাশে
বড় বেমানান
কোথায় যে রাখি তারে
কি করে হারাই
ভাবনারা পাখির ডানায়
বেওয়ারিশ ভেসে যায়
এক ফোঁটা জল
এক সমুদ্র মনে হয়
0 comments: