1
undefined undefined undefined

কবিতাঃ ঝর্ণা চট্টোপাধ্যায়

Posted in


কবিতা




সীতায়ন
ঝর্ণা চট্টোপাধ্যায়



কত আর জটায়ু হয়ে রবে
হাত, ডানা দুইই পোড়াবে !
রাবণকে দিও না আর বাধা
সীতাকেও মিছে সাধা
যেতে যদি চায়, যাকসে অরণ্যে
দুঃখ-সুখ ভাগ করুক তাহাদের সনে।


রামের হতেছেআজ ভয়
যদি হয় রাবণের জয়!
এতকাল হল তো অনেক রামগাথা
সবই গেল বৃথা...

সুশাসনে যদি হয় নারীর লাঞ্ছনা
হোক সে রাম, তবু না ঘুচে গঞ্জনা
ফিরে দেখ আর বার রামের রামায়ণ
অথবা লেখা হোকনতুন সীতায়ন......

1 comment: