0

কবিতাঃ লোপামুদ্রা মুখার্জি

Posted in


কবিতা


আমার নীল
লোপামুদ্রা মুখার্জি




নীল আজ মনে করে খেলা
হাসে দূর থেকে এই অবেলা
আকাশের গভীরতারাও ছোঁয়াছুঁয়ি করে
আমিত্ব বিলীনে আকাশ ছুঁতে পারে
কাছে আসার প্রিয় রং আজ নীল
মন পরাগ ছুঁয়ে বারেবারে বিলীন
টান, টান অনুভব করে
উর্মিমালায় ভালবাসা ভাঙ্গে গড়ে
একদিন কার আকাশের জলীয় কণা
তৈরী করল এক সমুদ্রফেনা
তার উপর নীলের হালকা ছোঁয়া
সাদা ক্যানভাসে নীলাম্বরী হতে চাওয়া
সমুদ্রের গায়ে সোহাগি ঝাউপাতারা
আবেশে চামর দোলায়
হাঁটাগুলো ব্যস্ত ছিল হাঁটায়
হাঁটতে বালি, বালুতে ঝিনুক
ঝিনুক থেকে মুক্তো কুড়িয়ে পাই!

0 comments: