undefined
undefined
undefined
কবিতাঃ সেখ সাদ্দাম হোসেন
Posted in কবিতাকবিতা
শেষের কবিতা
সেখ সাদ্দাম হোসেন
বিকেল বয়সী শহর মেহেদি মাখাচ্ছে হাত
তসবীদানা পেরিয়ে দরবেশ আজ
দু’লাইন দিগ্বলয় দেখে ঘুমিয়ে পড়েছে কোথাও…
আজ অন্য কথা;
সেই প্রতিক্ষালয় আজ এক বেশ্যার মুখোমুখি, কিংবা উল্টোটা
পৃথিবীর সমস্ত ‘অ্যাকশন’ শব্দ নিশ্চুপ
ওরা কাঁদছে… অনিমেষ…
তুমি কি কখনও সুক্রিয়া জানাতে ভুলে গ্যাছো?
আমি ভুলে গেছি?
ওদের ‘আশ্রয় জুয়েলার্স’ থেকে সমস্ত গহনা
কতো মৃত্যুমুখী মাছকে ঢেকে নিয়েছে
কেই বা জানে!
এখন শুধু চেয়ার টেনে, মিডিয়া টেনে
‘আন্না টু অনশন টু অপশন টু কনফার্মেশন টু করাপশন,
করাপশন টু অনশন টু আন্না-ডেস্ট্রাকশন’ নিয়ে
দর্শানো হচ্ছে শেষের কবিতা।
0 comments: