0
undefined undefined undefined

কবিতাঃ অনুপম দাশশর্মা

Posted in


কবিতা



গাছেদের কবিতা
অনুপম দাশশর্মা





রাত যখন গভীরতর ঘুমের দিকে ঢলে পড়ে
ফুটপাত ঘেঁষা অশ্বত্থের পাতারা পরম স্নেহে
চোখ বোজা কাকেদের মাথায় দোলা দেয়
প্রতিটি পাতার নিঃশ্বাস পৌঁছে যায়
শিকড়ের গোড়ায়, সেখানে কাদা-মাটির সাথে
ভাঙ্গন রোখার নির্বাক আলোচনা

গভীর অরণ্য, সেখানে গাছেদের মাথা ঠুকে যায়
গাছেদের অবাধ ঠোঁটে
দৌরাত্ম হারা রোদের সেখানে মাথা নীচু প্রবেশ

অজস্র লতানো গাছ নির্ভয়ে শরীর ছেড়ে দেয়
বনষ্পতির চওড়া পায়ে

0 comments: