0

কবিতা - রুমঝুম ভট্টাচার্য্য

Posted in




স্যাপিয়েন্স প্রেমিক

রুমঝুম ভট্টাচার্য্য


যে মানুষটা প্রথম গান গেয়ে উঠেছিল
প্রথম যে চিত্রকর এঁকেছিল ছবি
যে মানুষটা প্রথম বাঁশি বাজিয়েছিল
কবিতায় যে মানুষটা প্রথম কবি,
এদের কারোর সঙ্গেই আমার দেখা করা হয়ে ওঠেনি।
আদিম সেই মানুষগুলোর বিপ্লবী পদক্ষেপ
একটা কুর্ণিশের অপেক্ষায় দৃঢ় থেকে দৃঢ়তর
হয়ে কালরথের চাকায় বিলীন হয়েছে
বার বার; যদি কোনওদিন এক মুহূর্তের জন্যেও
মৃত পশুর পাঁজরের হাড় থেকে নির্গত সে
সঙ্গীত, পাথরের গায়ে আঁকা সেই ছবি,
প্রথম ছন্দপাগল কবির সেই কবিতা
আমায় স্পর্শ করে তবে আমি নিশ্চিত,
এই একবিংশের মৃত্যু মিছিলে হাঁটতে হাঁটতে
আমি ঘুরে দাঁড়াবোই,
ঘৃণাকে প্রেম দেব, নিমাইকে কলসির কানা,
আর নিজেকে ভগীরথের জটা থেকে মুক্ত করে
মিশে যাব প্রথমের প্রেমিকের দলে,
আমিই হবো সেই স্যাপিয়েন্স প্রেমিক।

0 comments: