0
undefined undefined undefined

কবিতা- সন্তোষকুমার মাজী

Posted in


সন্তোষকুমার মাজী



ত ন্ ছা

শরীর জুড়ে তন্‌ছা শুধু
শরীর জুড়ে না
মনের মধ্যে আবছা আলো
যেই করেছে হাঁ
মনের পাখি সোহাগ ঢাকি
ফুরুৎ করে ওড়ে
শরীর মরু উদাস ভুরু
নিশ্চলতায় নড়ে।

ছায়া

অসময়ে অসম্ভব ছায়া

যদি কোন কায়া না থাকে
আলো না থাকে
তাহলে কি ছায়াও সম্ভব ?
যে দেখে
তার চোখের পর্দায় কিছু আলো ছায়া মাখা
সত্যি কি ছায়া আছে
না মোহময়ী মায়া
সময়ের ঘোরে পড়ি – একটু থমকে যাই
দেখি , ছায়া দ্রুত সরে চলে যায়
তাই ফিরে আসি , ছায়া সেকি সত্যি নয়
শুধুই অলীক, ফিরে ফিরে আসে, অসময়

0 comments: