undefined
undefined
undefined
বইপোকার বইঘর - অনিন্দিতা মণ্ডল
Posted in বইপোকার বইঘর
বইপোকার বইঘর
অনিন্দিতা মণ্ডল
এবারের সংখ্যায় একটি পত্রিকার আলোচনা রাখলাম। পত্রিকাটির বিষয় ইসমত চূঘতাই। যাঁরা একটু খতিয়ে পড়েন এবং পাঠক হিসেবে একটু ভিন্ন রুচির, তাঁদের কাছে চূঘতাই একটি স্মরণযোগ্য নাম। তিনি উর্দু সাহিত্যের উল্লেখযোগ্য নাম। পত্রিকাতে ইসমতের লিহাফ নামের অতি বিতর্কিত ও প্রসিদ্ধ গল্পটি বাদে আরো কটি গল্প আছে। আছে তাঁকে নিয়ে লেখা উর্দু ও ইংরিজি থেকে অনূদিত প্রবন্ধ স্মৃতিচারণা ও পত্র। এছাড়া সমসময়ের প্রাবন্ধিকদের লেখা। শীর্ষেন্দু দত্ত ঊর্বী থেকে প্রকাশিত চূঘতাইয়ের বইটির আলোচনাও রেখেছেন।
পত্রিকাটি একটি সংগ্রহযোগ্য সংকলন। যাঁরা ইসমত চূঘতাই সম্পর্কে আগ্রহী তারা এটি সংগ্রহ করুন। যেহেতু সবুজপত্র সুতরাং ধ্যানবিন্দু পাতিরাম ইত্যাদি দোকানে পেতে পারেন।
বইটির মূল্য ১২০/-
0 comments: