1

কবিতা - মানস ঘোষ

Posted in


কবিতা


কালশিটে

মানস ঘোষ



'ভালোবাসি' বলা পুরাতন এক রোগ।
রোদ জল হাওয়া, খুবই ক্লিশে সংযোগ।
যদিও আধুলি অচল এ পঞ্চাশে,
তবুও কখনো ভীম রতি ঝেড়ে কাশে!

এমন কি আর? বেশ তো শক্ত কাঁধ।
ঘরামি নিপুণ, যত্নে গড়েছ ছাদ।
অথবা ঘরণী, ঘর ভাঙানিয়া গানে
কি সুর বেঁধেছ শুধু পরকীয়া জানে।

আকুতি প্রবল, লিবিডো বারুদে ঠাসা।
চিত্রার্পিত, বসে থাকি তবু খাসা।
ফণীমনসার কাঁটা বেছে খায় উটে,
মি টু'র ওজনে নাজেহাল ঝাঁকামুটে !

তাই কম্বলে ঢেকে কিল-ঘুঁষি বুকেপিঠে,
হাড় ভাঙ্গলেও পড়বে না কালশিটে ।

1 comment: