0
undefined undefined undefined

কবিতা - রীনা তালুকদার

Posted in


কবিতা


অপারগতার আয়না

রীনা তালুকদার



মোবাইলে কল নেই যখন তখন
অলস পড়ে থাকে ঘুমে টাচ্ স্ক্রীন
মার্বেল চোখ দুটো বন্ধ করলেই
উদ্যত দুই বাহু নগ্ন সাপ
আসছে তেড়ে ভীষণ বেগে
আবেগ আছে, সাহস-শক্তি সব আছে
ভাঙতে চায় নষ্ট মুখর সামাজিকতা
সব কিছু দেরীতে হলে যা হয়
কিছুই সময়ের ঠিক কাঁটায় হয়নি
আশা করাও দুরূহ
তাড়াহুড়ো নেই আর কিছুতেই
মহাকাশ জুড়ে সব নক্ষত্রের বাজিকর
ছুটে যায় হাত ফসকে
অতি সাবধানী ভঙ্গুর ভাষণ
তবুও বহু বিশ্বাসে বর্তমান থাকা
যতদূর চোখ যেতে পারে
দেখে দেখে তৃপ্তি লাভ
বার বার সুদৃশ্য বেল্টে দৃষ্টি নির্বন্ধ
দু’হাতের আঙ্গুল ছুঁয়ে আশান্বিত থাকা
নীরবতার বাক্যে বলে দেয়া আছি চিরদিন
পরশের আঙ্গুলে নাক টিপে দিয়ে
আশ্বস্ত বাণীতে বেহাল রাখা
সমকালকে দু’দশটা নোটিশ করে
প্রেম এখন ক্ষান্ত অপারগতার আয়নায়।

0 comments: