0

কবিতা - অভিষেক ঘোষ

Posted in


কবিতা


রিখটর মিটারের ভূমিকম্প
অভিষেক ঘোষ 


দিন কিছুতেই আর কাটতে চায় না। তবুও যেভাবে হোক একটা দিন কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। দিন তবুও কাটে না। ঘুম থেকে উঠে কিছু করি না। ঘুম থেকে ওঠার কিছু পরেও কিছু পড়ি না, ল্যাঙট পড়িয়ে রাখি গাছের গুঁড়িকে। কিছু কিছু সময় তেড়ে গালাগাল দিই অন্যকে, নিজেকে যেটুকু মারধড় করার ছিলো, সবটাই হয়ে গেছে।এখন নিজেকে বাঁচিয়ে রাখার সময়, সামনে তপ্ত খরা, যখন অনাবৃষ্টিতে টেবিলের ফাইল, আর ফাইলের টেবিল শুকিয়ে গিয়ে তোমাদের হাতে রোয়া রোয়া চামড়া উঠে, তার ভিতর থেকে পোকা, ইতিহাসের লাশ বেরিয়ে আসবে, আমি স্ট্রেচার নিয়ে যাবো না, শুধু মনে মনে যেমন এখনও আরোগ্য কামনা করি, তখনও করবো। 

0 comments: