undefined
undefined
undefined
কবিতা - ইন্দ্রাণী সরকার
Posted in কবিতাকবিতা
নিরাময়
ইন্দ্রাণী সরকার
খুব আদরে ডাকি প্রিয়কে
মধ্যরাতে তার চিবুক ছুঁয়ে আকাশ দেখি
তাকে আজন্ম শুশ্রূষা করি
নিস্তব্ধ রাতে গাছেদের সংলাপ শোনা যায়
থোকা থোকা নিরাময় ফুল দিয়ে
তার গায়ে শীতল চন্দনের প্রলেপ দিই
অরণ্যদেবীর মায়ায় তার চোখে
জোছনার শীতল প্রলেপ লাগিয়ে ঘুম পাড়াই
ঘুমে সে স্বপ্ন দেখে হেসে ওঠে
হাত বাড়িয়ে আমার আঁচলটা টেনে চোখ ঢাকে |
0 comments: