0
undefined undefined undefined

কবিতা - বৈজয়ন্ত রাহা

Posted in


কবিতা


অপ্রয়োজনীয়

বৈজয়ন্ত রাহা




আমার ছিল তারা, আর নদীদের বাড়ি,
শ্যাওলা দীঘির ঘাট, চাঁদের শুকসারি,
অন্ধকারের বাঁশি, পায়ের পাতায় বন,
উপরদিকে সুখীই ছিলাম, হয়তো কিছুক্ষণ;

তোমার ছিল আলো, বেতসপাতার দিন,
রোদ ভেজানো ঘুম, জলের কাছে ঋণ,
আঙ্গুল ছুঁয়ে স্রোত, ঘুঙ্গুর ভাঙ্গা শান,
খোঁজ রাখোনি পাড় ভাঙ্গছে প্রতারণার গান...

এখন বাঁধা ফুল, ঝরছে তারা হয়ে,
ছোট হচ্ছে রেখা, আয়ু যাচ্ছে ক্ষয়ে,
চর্যাপদে বিষ, কবির চোখে চিতা
জ্বলে উঠলে ঝলসে যাচ্ছ, তুমিই, অপরাজিতা?

এক হাতে দাও তালি, ইতিহাস কি মরে?
নৈঃশব্দে, প্রেম হারে দিবানিশির ঝড়ে।


0 comments: