কবিতা - অনুষ্টুপ শেঠ
Posted in কবিতাকবিতা
নিরুদ্দেশ
অনুষ্টুপ শেঠ
রোদ মাখানো দুপুরবেলা। রাস্তা ঘামে। রাস্তা থামে।
ট্রাফিক জ্যামে। সিগনালেতে। উষ্ণ আলোর আদর নামে।
যাত্রা কারও অনেকদূর। যাত্রা কারও নিরুদ্দেশে।
মোহনবাঁশি আজও বাজে। আজও ধোঁয়ায় কান্না মেশে।
তোমার হাতে আগুন থাক। তোমার হাতে পদ্মফুল।
দুপুর জুড়ে জটিল ধাঁধা। আসা যাওয়ায় অনেক ভুল।
পথ ফুরোয়। দিন ফুরোয়। সাঙ্গ হয় হাটবাজার।
বুকের মাঝে আপন ঘরে, আপন করা অন্ধকার।
সেই আঁধারেও তোমায় খুঁজি। জড়িয়ে নিতে নিজের করে।
থই পাই না। অবাক লাগে। এক হৃদয়ে এতও ধরে!
মোহনবাঁশি বাজতে থাকে। ডাক পাঠায় নদীর ধারে।
অন্ধ প্রেমের বন্ধ দুয়ার। পদ্যরা যায় অভিসারে।
বাহহহহ, খুব সুন্দর ... ঝরঝরে কবিতা।
ReplyDeleteএই রকম কবিতা লেখা হতে থাকলে মানুষ আর কবিতাকে ভয় পাবে না