0

কবিতাঃ অনীক রুদ্র

Posted in


কবিতা



অস্থিরতা
অনীক রুদ্র




অস্থিরতা মানব সম্পদ বিকাশের পথে পথে, 
মানুষ অতন্দ্র সেই অস্থিরতা অর্জন করেছে
স্থানান্তরে যায় তার জাগতিক কম্পনের কাঁটা
জানি কাঁটাগাছ কতো উটেদের অরব আহার

কষ বেয়ে রক্ত ঝরে, সেই রক্ত অনির্বচনীয়
যেদিকে চালিত করে তার মাঝে বিনয়-বন্দনা
সহিষ্ণুতা, তাহলে বিচ্ছিন্ন বলা যাবে! বিপ্লবের
জোশ ভুলে থাকা কোন অচঞ্চল জাতক-কাহিনী?
অস্থিরতা মানব সম্পদ, বিকাশের পথে দীর্ঘ
মানুষ নিয়তিদ্রষ্টা স্থিতপ্রজ্ঞ হবে না কখনো
কেন না উটের মত কাফেলায় নানাবিধ সম্ভাবনা
আর সেই সর্বংসহা মরুমায়া কতো না দেখার
অলৌকিক, অচেনা জগৎপারে, বিকাশের প্রতিবিম্ব

জীবন যে সব কিনা অনৈতিক বুঝতে পারে না!

0 comments: