0

কবিতাঃ রত্নদীপা দে ঘোষ

Posted in


কবিতা



মা
রত্নদীপা দে ঘোষ



মাকে লিখি
কতটুকুই বা লিখতে পারি
জ্যোৎস্নার নিমফুল সাদা হয়ে আছে
স্লেটে
চকবাটিতে
অপত্যের নাগরদোলায়
ঘুরছি ... ঘুরছি
কলাবতীর কাঁথারং
আলোর আকারে শৈশব
মাখছি আবার বালিকা
পলকে
আর ব্রহ্মাণ্ড একাকার কোরে
পানপাতা আর সুপুরির মেঘ
আঁকছে
মা

0 comments: