undefined
undefined
undefined
কবিতাঃ প্রান্ত পলাশ
Posted in কবিতা
কবিতা
ইশারা
প্রান্ত পলাশ
ছড়িয়ে-ছিটিয়ে আছি, যদি পারো গ্রন্থবদ্ধ করো
বহু শিরোনামে কতদিন আমার আকাশ
বহু রং মিশে গেছে মেঘের তল্লাটে
এবার আড়াল ভেঙে শিরোনাম দাও
আমাকে জাপটে ধরো নতুন মলাটে
কত কথা লুকিয়ে রেখেছি
প্রতি শব্দ ঘিরে আছে বহু জন্মস্বর
শব্দসমুদ্র থেকে যদি পারো তোলো
ছোট্ট শব্দ এক, ভাসমান খড়
এই যে চোখের লাল, নখের ময়লা
সর্পিল আয়ুরেখার নতুন ইশারা—
এসব বাক্যে বাঁধো, ভাষা দাও
একটু স্পর্শে দাও পরিপূর্ণ সাড়া
ছড়িয়ে-ছিটিয়ে আছি, যদি পারো গ্রন্থবদ্ধ করো
জীবনের এত রং, মধুর ভ্রূকুটি—সবটুকু নিয়ো
আমাকে আঁকড়ে ধরো নতুন মলাটে
ঠোঁটরঙে প্রচ্ছদ এঁকে দিয়ো
0 comments: