0

পথে প্রান্তরেঃ ত্রিভুবন জিৎ মুখার্জী

Posted in



পথে প্রান্তরে 



পুরীর চন্দন যাত্রা
ত্রিভুবন জিৎ মুখার্জী 



পুরীতে বারো মাসে তেরো যাত্রা । পুরীর চন্দন যাত্রা না দেখলে বোঝান সম্ভব নয় । তিন ঠাকুরের প্রতি মূর্তি কে সুসজ্জিত নৌকায় বসান হয় । নৌকাটি রাজ হাঁসের মতন হয় । পুরীতে নরেন্দ্র পুষ্করিণী তে এই চন্দন যাত্রা হয় । ঠাকুর নৌকা বিহার করেন নরেন্দ্র পুষ্করিণীতে । এই সময় পুরী উৎসব মুখরিত । প্রচুর তীর্থ যাত্রীর সমাগম হয় এই চন্দন যাত্রার সময়। অক্ষয় তৃতীয়া থেকে জগন্নাথের রথ যাত্রার রথ নির্মাণ এর শুভারম্ভ হয়। ওই পবিত্র দিন-থেকে আবার নরেন্দ্র পুষ্করিণীতে চন্দন যাত্রার শুরু । অক্ষয় তৃতীয়া থেকে ৪২ দিন ধরে চলে এই চন্দন যাত্রা । চন্দন যাত্রা দুভাগে বিভক্ত ১) বাহ্য চন্দন যাত্রা ২) অন্দরের চন্দন যাত্রা । চন্দন যাত্রার সময় তিন ঠাকুরের প্রতিমূর্তিকে জগন্নাথ মন্দির থেকে মহা আড়ম্বরে চন্দন পুষ্করিণীতে নিয়ে যাওয়া হয় । এরপর ঠাকুর চন্দন বারিতে স্নান করেন এবং নরেন্দ্র পুষ্করিণীতে নৌকা বিহার করেন । বলা বাহুল্য, জগন্নাথ এই বৈশাখ মাসের প্রচণ্ড রৌদ্র তাপ থেকে নিজেকে মুক্ত রেখে ভক্তের সঙ্গে মহা আনন্দে নৌকা বিহার করেন। সারা চন্দন পুষ্করিণী নৌকা প্রদক্ষিণ করে। সুসজ্জিত নৌকায় তিন ঠাকুর বলভদ্র, মা সুভদ্রা এবং জগন্নাথ মহাপ্রভু মহা আনন্দে ভক্তের সঙ্গে নৌকা বিহারে মগ্ন থাকেন। নৌকাটির গঠন ঠিক একটি রাজ হাঁসের মতনই। সারা পুষ্করিণী আলোক সজ্জায় সজ্জিত হয়। জগন্নাথের বৈচিত্র্যের এক অধ্যায় এই চন্দন যাত্রা ।








0 comments: