0

কবিতাঃ সৌম্য বন্দ্যোপাধ্যায়

Posted in


কবিতা




হৈমন্তী
সৌম্য বন্দ্যোপাধ্যায়




কবিতা ছুঁয়ে শপথ করতে পারি
কোনওদিন চাইবো না তোমার ফণীমনসার ভাগ
সন্তুষ্ট থাকবো শুধু হেমন্তের ধূ ধূ মাঠ নিয়ে
তোমার শৈত্য তোমার থাক

তবু যদি কোনওদিন কেঁপে ওঠো আমূল, আশরীর
হিমস্পর্শ লাগে যদি আজীবন সঞ্জাত হৈমন্তী ধানে
আগুন জ্বালাতেই পারি...

কিন্তু আগুনকে যে ভালোবাসবে,
তেমন তুমি দহন কোথায় পাবে?

0 comments: