কবিতাঃ সৌম্য বন্দ্যোপাধ্যায়
Posted in কবিতাকবিতা
হৈমন্তী
সৌম্য বন্দ্যোপাধ্যায়
কবিতা ছুঁয়ে শপথ করতে পারি
কোনওদিন চাইবো না তোমার ফণীমনসার ভাগ
সন্তুষ্ট থাকবো শুধু হেমন্তের ধূ ধূ মাঠ নিয়ে
তোমার শৈত্য তোমার থাক
তবু যদি কোনওদিন কেঁপে ওঠো আমূল, আশরীর
হিমস্পর্শ লাগে যদি আজীবন সঞ্জাত হৈমন্তী ধানে
আগুন জ্বালাতেই পারি...
কিন্তু আগুনকে যে ভালোবাসবে,
তেমন তুমি দহন কোথায় পাবে?
সৌম্য বন্দ্যোপাধ্যায়
কবিতা ছুঁয়ে শপথ করতে পারি
কোনওদিন চাইবো না তোমার ফণীমনসার ভাগ
সন্তুষ্ট থাকবো শুধু হেমন্তের ধূ ধূ মাঠ নিয়ে
তোমার শৈত্য তোমার থাক
তবু যদি কোনওদিন কেঁপে ওঠো আমূল, আশরীর
হিমস্পর্শ লাগে যদি আজীবন সঞ্জাত হৈমন্তী ধানে
আগুন জ্বালাতেই পারি...
কিন্তু আগুনকে যে ভালোবাসবে,
তেমন তুমি দহন কোথায় পাবে?
0 comments: