0
undefined undefined undefined

কবিতাঃ অনিন্দ্য মুখোপাধ্যায়

Posted in


কবিতা




শ্রাবণ
অনিন্দ্য মুখোপাধ্যায় 




মেঘ করেছে, তোমার আকাশ তাই বুঝি থমথমে!!
তাই কি এমন ভার হ’য়ে আছো প্রিয়!!
আমি পরবাসী, তোমারই প্রেয়সী
পারো যদি ডেকে নিও।


মন পারাবারে শুধু বারে বারে
ভীড় করে আসে বর্ষা,
দুই চোখ যদি মনে করো নদী
তিস্তা এবং তোর্ষা।


জলঢাকা চোখে মাস্কারা মেখে
কেমনে প্লাবন আটকাই?
যত ছুটে আসি, বলি "ভালোবাসি"
তবুও জোটে তো দুরছাই।


মেঘ জমে আছে, তোমার আকাশ তাই বুঝি চুপচাপ!!
তুমিও কি তাই চুপ করে আছো প্রিয়!!
আমি কাঁদি-হাসি, তবু ভালোবাসি
পারো যদি সাড়া দিও।

0 comments: