0
undefined undefined undefined

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in


পাখি তোর ঠোঁটে খড়কুটোর আশ্বাস
ডানাতে আকাশের নিঃশ্বাস
কান পেতে গাছেদের কানাকানি
তুই আমি দুজনই নিজেদের গান জানি
মাথার দিব্বি, ফিরে তুই আসিসনা আর
তোকে তো দিলাম কিছু স্মৃতি
আমি তো মগ্ন নিজের গানে
রাখা আছে গাছেদের কাছে আমাদের অশ্রুকণা
হাজার বছরেও কিছুতেই মরবে না
উড়ে যেতে পারিস যত দূরে -
ডানা যদি নাই পারে
মনে চাষ কর নে কিছু ডানা
বসতে পারিস যে কোনো গাছে-
আমাদের যে দিন ছিল
ইতিহাস লিখে গেছে তারাদের গায়ে
হারাতে পারবে না সে আর কিছুতে

0 comments: