সম্পাদকীয়
Posted in সম্পাদকীয়শুভ নববর্ষ!
অতি সন্তর্পণে, গুঁড়ি মেরে পেরিয়ে এলাম বিষাক্ত একটা বছর। সতর্কতা শেষ হয়নি এখনও। বিশ্বের নানা দেশে নতুন করে জারি হয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি আবার এই মারণ রোগের প্রতিষেধকও এসে গেলো আমাদের হাতে। কিন্তু সত্যিই কি তাই? প্রতিষেধক কি এলো? কি বলব একে? এই বৈজ্ঞানিক অবিমৃষ্যকারিতা ঠেকানোর কি কোনওই উপায় নেই? যে ঘটনা আমাদের পিছিয়ে দিল এতগুলো মাস, বদলে দিল জীবনযাত্রা, তার দায়িত্ব কেউ নিয়েছে এখনও পর্যন্ত? এই সম্পাদকীয় যখন লিখছি, আমেরিকায় তখন পট পরিবর্তনের তোড়জোড়। ক্ষমতা আঁকড়ে রাখার উদগ্র বাসনা যে মানুষের শুভ বোধ, যাবতীয় নীতি ও মূল্যবোধ কীভাবে কেড়ে নিতে পারে, বিদায়ী রাষ্ট্রপতির সমর্থকরা তা প্রমাণ করেছেন ক্যাপিটল হিলে তাণ্ডব চালিয়ে। আবার এর মধ্যেই, এই অন্ধকারে আলোর রোশনাই ছড়িয়ে ভারতীয় ক্রিকেটাররা ব্রিসবেনে রুদ্ধশ্বাস জয় উপহার দিলেন আমাদের। অনেক প্রাক্তন ক্রিকেটারই একে সর্বকালীন অন্যতম শ্রেষ্ঠ জয় বলছেন। আর সন্দেহাতীতভাবে তাইই। এই প্রজন্মের একঝাঁক ঝকঝকে তরুণ আমাদের উপহার দিলেন অনেকখানি আশা আর উদ্দীপনা। ভবিষ্যতের জন্য।
আসলে এটাই মূল কথা। আশা অপরাজেয় নিরবধি। জীবন অপ্রতিরোধ্য সর্বব্যাপী। সূর্যমুখী ভবিষ্যৎ উজ্জ্বলতায় প্রতিশ্রুতিময়।
আসুন, সেই ভবিষ্যতে বাঁচি আমরা।
ভালো থাকুন। সুস্থ থাকুন। সৃজনে থাকুন।
শুভেচ্ছা নিরন্তর!
বাহ।
ReplyDelete