0

কবিতা - দেবপ্রসাদ জানা

Posted in






জীবনের কত দিন অধরা থেকেছে
কত অসমাপ্ত কথা বলতে পারিনি
মনের আকাঙ্ক্ষা মনে আজও রয়ে গেছে
কোন কথা বলা হবে তখনও বুঝিনি।

একটা পোকা শরীর বেয়ে প্রতিদিন
মাথায় উঠতে চায়, মনের অজান্তে
পোকাটা ধমনী ফুঁড়ে শোণিতে বিলীন
উন্মুক্ত যৌবন ডাকে পলাশ বসন্তে

আঠারো পার করিনি, তখনও কৈশোর
যৌবনের পোকাগুলো সবে অঙ্কুরিত
স্বপ্নের নীল ধোঁয়ায় হৃদয় বিভোর
লাল কুসুম সূর্যের তেজ প্রকাশিত।

উন্নত পর্বত মালা হাঁক দিয়ে ডাকে
আদিম উষ্ণতা খোঁজে গুহামানবকে।।

0 comments: