কবিতা - শ্রীতমা
Posted in কবিতাএক তীর্থযাত্রায় বের হতে চাই
সুধীর্ঘ অনন্ত হবে সে পথচলা।
সময়ের অভিমুখ যে দিকে ধায়
তার ঠিক বিপরীত হবে আমার যাত্রাপথ।
ফেলে আসা সব, এক এক করে পার করবো,
গতি হবে ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন।
যা কিছু আনন্দের, খুশিভরা,
সেসব পার হবো আলোর থেকেও দ্রুত।
যা কিছু বেদনার, যা কিছু বিরহের,
পেরোতে চাই শম্বুক গতিতে।
ভিতরের রক্তক্ষরণ হাজার গুণিতক,
এবার উদযাপন করবো প্রাণভরে
যা পারিনি আগে।
Mesmerized! 🧡
ReplyDelete