0
undefined undefined undefined

কবিতা - বিদিশা সরকার

Posted in

রেবেকা আকাশময় তারাদের হিসাবে নিকেশ
বাগান ঘুমিয়ে পড়ে
অথবা সে ফুলের কদর 

পাহাড়ি পথের শেষে শুরু হয় কুয়াশা প্রফেট
নদীর নামেই সব প্রবচন
মানুষটা একাই থাকেন

রেওয়াজ ফুরিয়ে গেলে জানলা খোলে মাদক বিক্রেতা
উবু হয়ে বসে রোদ
নাগাসাকি অর্থহীন টোব্যাকো প্রলাপ-

রেবেকা , সকাল হলে মাঝরাত খোঁজে বিছানায়
মালিকানা ধুলো ঝারে
বেজে ওঠে হারমনিয়াম!

0 comments: