0

কবিতা - মনোজ কর

Posted in

শীতের বিকেলে শুয়ে আছি কর্ণফুলীর তীরে,
রোজই থাকি সারাগায়ে অলস রৌদ্র মেখে।
শিক্ষা ভেঙেছে স্বপ্ন আমার কেবল নিজেকে ঘিরে,
চেতনা আমায় বিমুখ করেছে অর্থার্জিত সুখে।

দেখি চেয়ে একঝাঁক বুনোহাঁস উড়ে গেল ওপারে,
জানিনা ওরা কাদের? এদেশের নাকি ওদেশের?
সূর্য ডুবে গেল নদীর জলে দিনের কাজ শেষ করে,
জানিনা গোধূলিতে বিষণ্ণতার অধিকার কোন ধর্মের মানুষের?

যে সীমান্ত জুড়ে আদিগন্ত সবুজ ফসল,
সেখানে এক সৈনিক হত্যা করে আরেক সৈনিককে।
যে প্রান্তরে রাত্রি এমন চন্দ্রকিরণে উজ্জ্বল,
জীবন চূর্ণ বিচূর্ণ সেখানে গ্রেনেডে আর বন্দুকে।

হঠাৎ নামুক অঝোরধারায় বৃষ্টি অসময়ে,
উপছে ওঠা নদীর জলে একাকার দুই দেশ।
বিশ্বায়নের মিথ্যাভাষণ স্রোতেতে যাক ধুয়ে,
যখন বৃষ্টি থামবে তখন সব যুদ্ধ শেষ।

0 comments: