কবিতা - জলধি হালদার
Posted in কবিতাটানাপোড়েন
জলধি হালদার
আমার চরিত্রের দুই চোখে প্রচুর লবণ
মাথা ভর্তি ঝাল
কোনও কিছু আলুনি মনে হলে
ঝাল ও লবণ মিশিয়ে নিই
হয়তো
একারণে একবিন্দু মিথ্যে বলতে পারি না
দোষগুলো প্রকাশ্যে আমার সঙ্গে লেপটে থাকে
টানাপোড়েনে ছুটে ছুটে
দীর্ঘ তাঁত বোনে অভিজ্ঞ সুতোয়
মাঝে মাঝে বুকপকেট থেকে বেরিয়ে
দাঁত ক্যালায়, কখনও
গোছাতে পারিনি অঘোর প্রেম ও ঘোর ভবিষ্যৎ
0 comments: