0
undefined undefined undefined

কবিতা - অনিমেষ ভট্টাচার্য্য

Posted in


কবিতা


পরিণতি
অনিমেষ ভট্টাচার্য্য


তারা যমুনা তীরে স্তব্ধতায়, মান করেছে ভুল;
যেন চিৎকারটুকু মাটি রঙে ধুয়ে গেরস্থালি উপকূল।
শিশিরে তুমি কাননবালা, নিমিত্তে তীক্ষ্ণধী!
সুচারু সময় ভাঁজ ফেলে যায়। লোহাতাপ ক্ষয়ে ধীর...

লোকাচার তবু গ্রীবাদেশ জুড়ে, নেভাতেই হবে জমিজ্বাল।
অমলিন রীতি, অপিনিহিতির ভাব হয়ে গেছে গতকাল?

0 comments: