কবিতা - সহেলী চক্রবর্তী
Posted in কবিতাকবিতা
আলিঙ্গন
সহেলী চক্রবর্তী
একমুঠো বিষাদ আলতো করে ছড়িয়ে রাখা।
আমি তারই মধ্যে সহস্রকাল ধরে বসে আছি
তোমার অপেক্ষায়।
অনন্ত যুগ চলে গেছে।
হাতের বেড়ি আর কপালের রক্ত
পালটে গেছে সৌভাগ্যচিহ্নে।
আলতা পায়ে বিষাদটুকু আমার ঘরে এসে বসেছে।
রক্তঝরা প্রতীক্ষাতে
কেটে গেছে কত দিন, মাস, বছর।
একমুঠো বিষাদ আমাকে আজও জড়িয়ে রয়েছে,
তুমি হয়ে।
0 comments: