undefined
undefined
undefined
কবিতা - করণ দেবরায়
Posted in কবিতাকবিতা
বছর খানেক
করণ দেবরায়
অাবার বছর খানেক পর,
হঠাৎ বাজা ফোনের হাতল ধরে
কানে তুলে,
গলার স্বর শুনে, রং নাম্বার বলেই
রেখে দাও যদি,
তোমার অবলীলায় অবহেলাকেও
ভালোবাসব অামি ৷
অাবার বছর পাঁচেক পর,
পুরনো কোনও বইয়ের
পাতার খাঁজে, যদি
অামার দেওয়া মরা গোলাপ খুঁজে,
হাতে নিয়ে, জানলা দিয়ে বাইরে ফেল তুমি,
তোমার দৃঢ় মানসিকতাকে
শ্রদ্ধা করব অামি ৷
অাবার বছর দশেক পর,
লেটার বক্সে, অামার চিঠি
পেলে, বর্ষার অপেক্ষায় বসে থেকে
কাগজের জাহাজ বানিয়ে,
জলে ভাসিয়ে দিলে,
তোমার অবান্তর কল্পনারও
প্রেমে পড়ব অামি ৷
অাবার বছর কুড়ি পর,
মাঝরাতের মন খারাপে
অামার স্মৃতি এলে,
বন্ধ ঘরে, একফোঁটাও যদি
চোখের জল না পড়ে,
তোমার নয়ন জোড়া কাজলের
সঙ্গী হব অামি ৷
অাবার বছর পঁচিশ পর,
পথের ধারে দেখতে পেলে
অামায়, অালতো হেঁসে
যদি মুখ ঘুরিয়ে নাও
অাবার বছর পঁচিশ,
তোমার অার একটা হাসির জন্য
অপেক্ষা করব অামি ৷
অপেক্ষা করব অামি ৷
0 comments: