0
undefined undefined undefined

কবিতা - শুভ্রা রায় দত্ত

Posted in

কবিতা


বিপ্রতীপ 
শুভ্রা রায় দত্ত


(১) 
চুপ করো তো, চুপ। 
অক্ষরে দাও অর্ঘ্যকোমল, সুগন্ধলীন ধূপ। 
খুঁড়ছো যখন বুকের ভিতর অহং- অন্ধকূপ 
পাতালজলে হাত রেখেছো, বিম্বে প্রতিরূপ 
দেখতে গিয়ে সম্মুখে তার ব্যর্থ কথার স্তূপ 
করলে জড়ো, শেষ প্রহরে দেখেছো নিশ্চুপ 
বর্ণে কাঁদে অর্ঘ্যককোমল, সুগন্ধলীন ধূপ... 
চুপ করো তো, চুপ।।



(২)
আর কোনও জ্বালা নেই দ্রোহ নেই আর 
পাতার কুটীর জুড়ে মায়াসংসার 
মাধুকরী জীবনের প্রার্থিত দানে 
পরমাদ ফুল হয়ে ফোটে উদ্যানে। 

0 comments: