undefined
undefined
undefined
কবিতা - তনুশ্রী বাগ
Posted in কবিতাকবিতা
ধর্ম
তনুশ্রী বাগ
নিহত শ্রদ্ধার পাশে জমিটুকু কেড়ে নেওয়ার
এই যে চল
এর থেকে কোনও মুক্তি নেই, মুক্তি নেই
বলে দূরে চলে গেছে কেউ
জানি মুক্তি একপ্রকার রূপান্তর
আরও জানি
দৃষ্টিতে শিকল
মাথার উপরে অনন্ত বিস্তার
অসহায় রক্ত সুস্বাদু হলে যেভাবে
চোখের তলায় জমে শোক, তলোয়ার
মোমবাতি উজাড় হয়
আর পৃথিবীর ভাঁজে ভাঁজে
জমে ওঠে বিষাদনীল
দাসজীবন...শৃঙ্খল...
আমার পৃথিবীতে একটাই ধর্ম
গ্রীষ্ম আর শীত।
0 comments: