0

কবিতা - সুমন্ত চট্টোপাধ্যায়

Posted in


কবিতা


পিয়েদিরোসো

সুমন্ত চট্টোপাধ্যায়




জীবন—আসলে এক দীর্ঘায়িত নেশার-ই নাম;
যুদ্ধশেষে ঘরফেরা সৈন্যদের চোখে
আলোর বিচ্ছুরণ দেখেও যে
শুয়ে থাকে আলুলায়িত আঙুরক্ষেতে।

শব্দেরা হেঁটে আসে টলমল পায়ে, অগোছালো,
ডায়াডোরা’র অ্যাপ্রনের মতো,
হাসিমুখ আর আরও একটা ট্রে সাজিয়ে—
ছলছলে চোখে ঝাপসা সবকিছুই যখন
সুন্দর আরও, এ-ও যেন এক তীর্থস্থান,
এখানেই ফুরিয়েছে যত অভীষ্টের ইতিহাস!

অথচ, ফেলে আসা সেই বিস্মৃত নগরী
যার কথা ভেবেই কেঁদে ওঠে কোনও সদ্যোজাত,
শ্বেতশুভ্র প্রেয়সীর উষ্ণশ্বাসে ফিরবে আবার
পৃথিবীকে এক নেশা থেকে উদ্ধারের পর।

0 comments: