0
undefined undefined undefined

কবিতা - মেঘ শান্তনু

Posted in


কবিতা


মলয়জ শীতলং

মেঘ শান্তনু




আমাকে ঘিরে বেঁচে থাকে এক মুমূর্ষু দেশ,

আমি হাতে তুলে নিয়েছি তলোয়ার
এই তো দেখো বল্লম,
মশাল জ্বেলেছি সীমানায়!

এখানে দেবতা নতমুখী
এখানে ঝুলে আছে নিরন্ন ফুটপাথ, হাহাকার

কোথাও কোনো নদী নেই
শ্মশান আর আগুন
আল্লা হু আকবর

মা বিক্রী হয়ে যাচ্ছেন হাত থেকে হাতে

মানচিত্র ফুঁড়ে বেরিয়ে আসছে শরণার্থী শিবির
ভুখা নেংটো বিক্ষত কঙ্কাল

অথচ দেখো কেমন কবিতা লিখে রাখছি খাতায়
কেমন আলো আলো বিকেল, আজান, মঙ্গল শঙ্খ
ভিখারী আর দেবদূত ঘুমাচ্ছে রাস্তায়

সাবধানে পার হয়ে হেঁটে চলে যাই গৃহে

আমাকে ঘিরে বেঁচে থাকে এক মুমূর্ষু দেশ,

যেভাবে-
পিতা বেঁচে থাকেন সন্তানের অবহেলায়

0 comments: