0
undefined undefined undefined

কবিতা - পল্লববরন পাল

Posted in


কবিতা


উড়ান
পল্লববরন পাল


শেষ বাসটাও চলে গেছে বুঝি, তবে 
অসমাপ্তই পড়ে থাক কবিতাটা 
পৃথিবীর তাতে এমন কীই বা হবে 
শেষ বাসটাও চলে গেছে যদি তবে 
উড়ানের শেষ — অগত্যা বাস্তবে 
শেষ রাস্তায় শুরু খালি পায়ে হাঁটা 
শেষ বাসটাও চলে গেছে যদি তবে 
অসমাপ্তই থেকে যাক কবিতাটা


0 comments: