undefined
undefined
undefined
কবিতা - সরিৎ চট্টোপাধ্যায়
Posted in কবিতাকবিতা
রাতপরীদের অভিশাপ
সরিৎ চট্টোপাধ্যায়
আজকে আবার হাতছানি দেয় হাসনুহানা,
আজকে আবার হাতছানি দেয় হাসনুহানা,
আজ, রক্তে আবার খুনের নেশা নিঝুম রাতে।
দেবযাণী তার ঘৃণার আতর মাখছে মাখুক,
ভরছে ভরুক বিষের থলি আপন হাতে।
জ্বলছে ধু ধু অভিমন্যুর চিতার আগুন,
জ্বলছে ধু ধু অভিমন্যুর চিতার আগুন,
পার্থ কাঁদুক! তুমিও কাঁদো যাজ্ঞসেনী!
কাঁদবে অনেক বীর্যশুল্কা অম্বা'র মত,
জাত্যভিমান বধ্য নারীর কান্না যত।
ধর্মযুদ্ধে একেলাই হাঁটি, একলাটি মন,
ধর্মযুদ্ধে একেলাই হাঁটি, একলাটি মন,
ফণীর বিষেতে আজকে আমার কী যায় আসে?
আর কি ধর্ম মুক্তি দেবে না, হাসনুহানা?
তবে মরুক! নিভুক জাতির চিতাও, দীর্ঘশ্বাসে।
0 comments: