undefined
undefined
undefined
মুক্ত গদ্য - ইন্দ্রাণী ঘোষ
Posted in মুক্তগদ্য
মুক্ত গদ্য
চকোলেট স্বপ্ন
ইন্দ্রাণী ঘোষ
মেঘমুলুকে নির্জন দুপুরে নারকোল পাতার দোলা আর একফালি আকাশে চোখ ভাসিয়ে বসে থাকে সম্পূর্ণা। মেঘের রঙে রঙ মিলিয়ে চকোলেট বানায়, ক্যানডি বানায়। কোনটা গোলাপি, কোনটা হালকা হলুদ, কোনটা বেগুনি। কোন একদিন চা বাগানের প্রান্তে এমন এক মেঘ দুপুর দেখেছিল সে।
ঘর বাঁধতেই গিয়েছিল সম্পূর্ণা। ঘর বাঁধার স্বপ্নকে খড়কুটোর মত ভাসিয়ে দিতে হয়েছে। বৃষ্টির জলে ধুয়ে গেছে সংসার স্বপ্ন। দেখতে খারাপ,ইংরেজি বলতে না পারা মধ্যবিত্ত বাড়ীর সম্পূর্ণা অশ্রাব্য গালিগালাজ আর মানসিক পীড়নকে পিছনে ফেলে এসেছে । তারপরই এই চকোলেট আঁকড়ে বাঁচা।
চকোলেটে স্বপ্ন গড়ে সম্পূর্ণা। কোনটায় বাদামের গন্ধ, কোনটায় কমলার, কোনটায় আম, কোনটায় আনারস, কোনটায় কফির গন্ধ ভরে।
সম্পূর্ণার খুব ইচ্ছে যদি কোনদিন একটা চকলেটে চা বাগানের বৃষ্টির গন্ধটা ভরতে পারে। সেটা শুধু নিজের জন্য রাখবে সম্পূর্ণা।
নাম দেবে ‘বৃষ্টি ভালবাসা’ ।
As usual khub bhalo laglo
ReplyDeleteমন ছুঁয়ে গেল।
ReplyDelete