0
undefined undefined undefined

কবিতা - রানা পাল

Posted in


কবিতা


বাসা না-বাসা
রানা পাল




যার জন্যে বাসা,
যার সঙ্গে বাস,
তার সঙ্গে বাসি মুখে,
চুমুর অভ্যাস।

যার জন্যে সকাল,
যার জন্যে দুপুর,
তার সঙ্গে চু কিত কিত,
তার জন্যে উপুর।

যার জন্যে স্নানের জল,
রান্না-বাটি খেলা,
তার জন্যে গুছিয়ে রাখো,
এবেলা, ওবেলা।

যার জন্যে তুলে রাখো
সিঁদূর কৌটো মন,
তার জন্যে রঙচঙে দিন,
উথালি যৌবন।

আর, যার জন্যে আগলে আছো তল,
সে কি জানে, মধ্যরাতের একলা চোখের জল?

0 comments: