2

কবিতা - শুভঙ্কর দাশ

Posted in


কবিতা

 

তিনটি কবিতা
শুভঙ্কর দাশ



সেইসব স্মৃতি


তুমি কতো দূরে থাকো অথচ মনে হয়
ঘরের জানালাটা হাট খুলে দিলে
আবার দেখব তোমার সেই চেনা হাসিদের।
যে হাসির রঙগুলো আটকে আছে
তোমার সাদা কালো ছবির ভেতর।

কী দ্রুত দিন বদলে যায়
অথচ মনে হয় এইতো সেদিন
ছিটকুলে রোদে বসে চুল বাঁধছ তুমি
আর দূরে পাহাড়ের গায়ে নিশ্চিন্তে
একটা চমরী গাই জাবর কাটছে।
কোথাও যাওয়ার তাড়া নেই
কিছুই প্রমাণ করারও।

সেই আমাদের প্রথম চমরী গাই দেখা।
সেইসব ছবির ক্যাসেটগুলো আর
ট্রান্সফার নেওয়া হল না কোথাও
আলমারির ভেতর থেকে থেকে
টেপগুলো স্মৃতির সাথে জড়িয়ে মড়িয়ে
একাকার হয়ে গেল,
এবার একদিন বুকে জোর করে
ফেলে দিতে হবে।

নষ্ট শরীরকে আর কতদিন
জাবর কাটতে দেওয়া যায় বল।



থাকো কোথায়


তোমার লেখার পেছনে পেছনে আমি
দিগন্তের কাছে এসে দেখি
দিগন্ত চরাচর জুড়ে কেউ নেই।

শুধু দিগন্তের চার তলার ফ্ল্যাটে
লাল ভেজা ম্যাক্সি মেলা আছে
হাওয়ার আদরে তার জল চমকে দিয়ে
ছিটকে এসে পড়ছে মাথায়।

তুমি থাকো কোথায় বন্ধু আমার?
কোন গ্রহে পোরা আছে এত দিগন্ত হে?
যার লোভে লোভে আমি ঘুর ঘুর করছি শুধু।
কে তোমার পিঠ চুলকে দেয়
এইসব কথা পড়ে?
ওখানে কি এখনো বাচ্চারা
না-ভেজাল মেশানো সাদা দুধ
ঢক ঢক করে খেয়ে ফেলে বায়না ছাড়াই?



চলে যেতে যেতে


ভিক্ষে যার বাই সে তো মাগতে মাগতে
চলে যাবে বহুদূর
ফিরে এসে কখনো হয়ত শোনাবে
সাফল্যের কথা।
তার কথা শুনে মন খারাপ হবে কি তোমার?

কানিলিঙ্গাস ছাড়া তুমি মাথা ঝুকিয়েছো
এমন তো শুনিনি কখনো,
একা ঘরে বসে বসে ঘুমে মাথা ঢুলে এলে
লাফিয়ে উঠেছ
কেউ দেখে ফেলেনি তো?

যেন দেখে ফেললে জাত যাবে
জমিয়ে শারুখ খানের লুঙ্গি ড্যান্স দেখা
অপরাধ বলে গণ্য হবে লেখক সমাজে।

2 comments:

  1. ভালো লেগেছে । ধন্যবাদ সকলকে---প্রদীপ মণ্ডল

    ReplyDelete