undefined
undefined
undefined
অণুগল্প - শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
Posted in অনুগল্প
অণুগল্প
শিউলির রঙ
শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
বর্ণময় যাপন। এই ময়ূরপঙ্খী সাতমহলা সুখের দ্রিমি দ্রিমি ঝাঁপতাল, তো ওই দ্যাখো শ্বেতশুভ্র দরবারী কানাড়া্য় গম্ভীর অভিজাত চলনের বুকে হঠাৎ গাঢ় হলুদের দুষ্টু আবেগ। তবুও তুমি বলবে আমরা সাদা কালো বাদামী? ধবধবে পেয়ালার তরল উষ্ণতা তবে কেন বোনে ঘন নীল বিষাদ, লাল সংগীতের উদাত্ত আহ্বান ঢাকে গৈরিক সন্ন্যাস! শিউলিও ভেবেছিল – বুঝি ওর ভালোবাসার খুশি-ঝলমলে সাতরঙা রঙিন মোজাইকের খোঁজ পেয়েছে অনিমেষ, শেষে কালো রঙ নিয়ে গঞ্জনা শুনতে শুনতে কৃষ্ণতর অভিমানে সব থেকে ফর্সা শাড়ীটা নিয়ে সিলিং ফ্যান থেকে...
0 comments: