কবিতা - সুদীপ্তা চট্টোপাধ্যায়
Posted in কবিতাকবিতা
অকাল বর্ষা
সুদীপ্তা চট্টোপাধ্যায়
মাঝদুপুর
রোদ সরিয়ে অঝোর নেমেছে বর্ষা
অথচ নোনতা হাওয়ায়
আভাষ ছিলনা
মেঘের পরতে পরতে জমে আছে
আদুরে বৃষ্টিদানা
তৃষ্ণার্ত মাটির বুক…
নির্জন হরিণ পথ
আকণ্ঠ শুষছে প্রথম বারিষধারা
স্নানের অজুহাতে
আদ্যোপান্ত ভিজছে গাছ
পাতায় পাতায় অরণ্যের সংলাপ
ভিজছে পাখীর ডানা
ফাটলে ফাটলে জলছাপ নিয়ে
আজন্ম ভিজছে ছাদ
চোখের পাতা ছুঁয়ে ভিজছে নরম গাল
শার্সির আড়াল
লিখছে বিরহী মনের
গোপন ভেজার কাহিনী ...
0 comments: