কবিতাঃ কৌশিক গাঙ্গুলি
Posted in কবিতাকবিতা
অনুভব
কৌশিক গাঙ্গুলি
গোধূলির সুর লেগে আছে পশ্চিমে,
এখনও চোখেতে ভাসে ভালো লাগা ছবি,
সে আসে সে যায় প্রেমপত্রে লেখা।
তবুও অনুভবে যেন বসন্তবাহার -
তমসা শেষ হয়ে পূর্ণিমার আলোতে সরোদে
বেজে ওঠে ধুন তিলোককামোদ অরণ্যের
স্নিগ্ধতায় হৃদয়ে রবিঠাকুরের গান,
রুক্ষতায়,শুষ্কতায় শোনা যায় ঝরণার কলতান,
সদ্য লেখা কবিতার পাশে স্বপ্নময় জীবনানন্দ,
গোধূলির সুর এখনো লেগে আছে পশ্চিমে....।
0 comments: