undefined
undefined
undefined
কবিতাঃ কচি রেজা
Posted in কবিতাকবিতা
শতচ্ছিন্ন বর্ষাকাল
কচি রেজা
আমার একটি আত্মা আরেকটি আত্মাকে দেখছে, আবার লাল জামা পরেছি
পুরানো রক্তের গায়ে আর আঙুলে তুলে নিয়েছি বিষণ্ণ পেনসিল
আজ যেখানে ঘাসের উপর পা ফেলে হেঁটেছি, সেখানে জগতের কিছু কথা
শুনে ফেলেছে পা, জগতের সব কথা শোনা কি ঠিক!
রাত্রির বুক জুড়ে অসাধারন উত্তেজনা আজ,আমিতো তাই শুনেই ছুটে আসি
শহরের আরেক প্রান্তে, তোমার কাছে
রাত জেগে পাতার পর পাতা আমি পড়ে যাই জগতের রচনাবলী
এইযে রঙ সবই সেই সংকট ঘষে বানানো, আজ অসংখ্য পাখি উঁচু হয়ে
উড়ে এসেছে আমার কাছে,আর সোনালি অক্ষরে লিখছে বর্ষাকালের নাম
যে শতচ্ছিন্ন বর্ষাকাল আমিতো জমা রেখে এসেছি তোমার কাছে
বৃষ্টিতে যেখানে কতদিন চুলের গোড়া অবধি ভিজেছি!
0 comments: