কবিতাঃ সুমন্ত চট্টোপাধ্যায়
Posted in কবিতাকবিতা
অচিন মুন্সিয়ানা
সুমন্ত চট্টোপাধ্যায়
চৈনিক প্রবাদ থেকে হারিয়ে যাওয়া
কোনও এক কিংবদন্তী নারী
জড়িবুটির ধোঁয়া আর আঙুলের কারিকুরি ছুঁয়ে
বদলে দিয়েছিলো কতশত অতীত;
বেদনার কালো সড়কগুলোতে
আজ ঢেলে বিক্রি হয়
সোনালী জরির আশা,
সস্তাদরের কিছু নিঝুম মুহূর্ত
আর রাতপরীর বেশে দাঁড়ানো
মাংসল উপশমেরা—
সেখানেই খুঁজে চলি তাকে—নিরবচ্ছিন্ন।
কোন কোন ভেষজের ব্যবহারে
পৃথিবীতে শরীর রেখেও
ভুলে থাকতে পারবো এই পৃথিবীকে?
কানায় কানায় ভরিয়ে তোলা
প্রেমের স্পর্শ আর কুহকের চুম্বনে
আবারও ফিরে পেতে চাই
যা ফিরে পাওয়া যায়না আর,
যা শুষে নেয় কোনও গোপন গহ্বরে
চোখের প্রতিটি বৃষ্টিফোঁটার মত,
কে নেবে আমার যন্ত্রণা
আর বদলে দেবে সোনালী-সবুজে
চিরকালের মত—তারাদের মত!
এই বিশাল বাজারেরই কোথাও
দেখা মিলবে সেই অদেখা হেঁয়ালির,
শরীর বেয়ে যেমন শিশির চুঁইয়ে পড়ে
খুঁজে চলি তাকে রাতের পর রাত
কবিতায় হাত রেখে
আর গাঢ় পারদের ভেতর পায়েরা
মাছেদের জীবন দেখে—মৃত্যু দেখে।
হাজারো মূর্তির মেলায় চুপচাপ
দাঁড়িয়ে থাকে সে—হাসে মিটিমিটি,
পরিচয় প্রকাশ করেনা,
কালের অতলে তলিয়ে যায় একটি শিল্প।
0 comments: