0

অণুগল্পঃ দীপঙ্কর বেরা

Posted in


অণুগল্প


আলোর হাওয়া 
দীপঙ্কর বেরা


মাঝে মাঝে ফিরতে হয় তাই বিদিন্তা ফিরে এসেছে। মুখ ফিরিয়ে বিকেলের আলোতে জগাদার মা বিভুদার বউ মহীমের স্ত্রী আর না জানা কিছু উৎসুক ফ্রক। জগাদার মা উঠে পড়ে লেগেছিল – কলঙ্ক! কলঙ্ক!

বিদিন্তা জবাব দিয়েছিল – এই সংস্কারের ঢাক পিটিয়ে নারী পুরুষকে আলাদা করছ কেন? পুরুষের এই যৌন চরিতার্থ লোভের অভিনয়ে আমাকে যে ফাঁসাল তোমার মনে হল সে করতেই পারে।

-ওরে পোড়ারমুখী। কলঙ্ক তার নয় তোর। নিজের পরিচয় খুইয়ে কার শাস্তি চাইছিস?

পাড়াময় ঢি ঢি আঙ্গুল তোলা চরিত্র হননের মাঝে প্রশ্ন তুলেছিল – তোমার পরিচয় জগাদার মা। তুমি বিভুদার বউ আর তুমি মহিমের স্ত্রী। তোমাদের নিজেদের নাম মনে আছে?

এতসব কেউ শোনে নি। বিচার বসেছিল। খিস্তি খাস্তা গালাগাল এমনি মারামারিতে পুরুষদের এগিয়ে দিয়েছিল উদ্যোগী মেয়েরা। কেন না সম্মান রক্ষার দায়িত্ব সতী সাধ্বী মেয়েদের হাতেই কি না! বিদিন্তার মা এককোণে মেয়ে জন্মের গুটিসুটি ভাবে আরো জড়ভরত।

সেখান থেকে বেরিয়ে আজ বিদিন্তা কোথাও কোন মাপকাঠি তৈরি করেছে। সাহায্য নিয়েছে পুরুষের প্রকৃতির। নিজের শক্ত ভূমি খুঁজতে এই যে দূরে আপন বা আপন দূরে তা শুধু বিদিন্তার কেন? মাসে বছরে দু একবার আসে চেনাতে। এখনও কটু কথার ছয়লাপ।

বিদিন্তাও ঠুনকো অস্বস্তি উড়িয়ে বেঁচে থাকার চেষ্টায় সবাইকে দেখে আর একগাল হাসে।


0 comments: