0

মুক্তগদ্যঃ সকাল রয়

Posted in


মুক্তগদ্য




মুক্তপত্র- নন্দিতা 
সকাল রয়



নন্দিতা, 

ভালো খারাপ একটা কিছু আছো নিশ্চই? অনেকদিন পর কলম তুললাম, তোমাকে অনেক কিছু লিখতে ইচ্ছে হলেও উপায় নেই ভেবেই লেখা হয়না কোন চিঠি। তাই অসম্পাদিত একটা চিঠির মতো করে কিছু লিখলাম। দেখো আমাকে নিয়ে আবার বিশেষনে জড়িয়ো না তাহলে আবার চক্ষুশূল হয়ে যেতে পারি। নন্দিতা, বর্তমান যুগটা এমন হয়েছে যে, সেখানে কারো ভুল ধরতে নেই, তাহলে প্রতিহিংসার শিকারে পড়তে হয়, দৃষ্টিভঙ্গির কথা চলে আসে। কারো দোষকে আঙ্গুল তুলে দেখিয়ে দিতে নেই তাহলে নিন্দুক হবার সুযোগ থাকে। কেউ হাসলে আমরা যেমন অনেক সময়ই বারণ করতে পারিনা তেমনি কেউ কাঁদলে তাতে বাঁধা দিতে নেই, যে যায় সে তার নিজের ইচ্ছেতে যায়; তাকে ফেরাবার চেষ্টা থেকে বিরত থাকাই শ্রেয়। কারো জন্য ভাবনার উঠোন দীর্ঘ করতে নেই তাতে জলোচ্ছাসের ভয় থাকে, কাউকে পাটিসাপটার মতো জড়াতে মুক্ত হতে গেলে তাখন কাটার আঁচড় খেতে হয়। আমার কথাগুলোকে পাগলের প্রলাপ ভাবছো হয়তো! আমি কিন্তু সেটা নিয়ে কিছু মনে করতে পারছি না, কারন তোমার চিন্তা শক্তিতে আমার কষ্টপাওয়া নিছক বোকামী ছাড়া আর কিছু নয়। তুমি তো জানো যারা গাইছে আনন্দের গান তাদের দেয়ালে কানপেতে শুনে যেতে হয়। যারা কষ্ট নিয়ে হাটছে তাদের পাশে সঙ্গি হতে হয় কিন্তু আগ বাড়িয়ে কারো গলা জড়িয়ে ধরতে নেই, তাতে গলগ্রহ হবার ভয় থাকে। এখন সময়টা নিজেকে জানার। কাজের শেষে চোখ বন্ধ করে শুধু ভাববার আয়োজন করো। তাতে নিজের দোষ, গুন নিজের আয়নাতেই ভেসে উঠবে। জগৎ ভালোই, নিজে ভালো হতে পারাটাই কঠিন!

তুমি হয়তো এখনি বলবে; কেউ ইচ্ছে করে আঘাত দিয়েছে, এড়িয়ে গেছে, মিথ্যে বলেছে, প্রতারণা করেছে। করুক সে, এতটুকু শান্তি সে পাক; যতটুকু সে চায় কিংবা চাইছে। কারো পথে বাধা হতে নেই, কারো ইচ্ছেয় বাধা দিতে নেই তাতে নিজেরই প্রতারক হবার ভয় থাকে। তুমি ঠিক এভাবে ভাবতে পারতে আগে এখনো কি পারো কিনা তা বলতে পারিনে। “এক জীবনে নিজেকে চিনতে না পাড়াই সবচে বড় ব্যর্থতা। কেউ আমায় উপহাস করুক আমার দুর্বলতা নিয়ে, কিন্তু আমি যেন প্রতিহিংসা পরায়ন না হই তার কাছে। কেউ আমায় অহংকারী ভাবুক তার পথে আমায় না পেয়ে তাতে সে হয়তো সাময়িক কষ্ট পাবে কিন্তু তার পথের সাথী হতে গিয়ে আমার জন্যই যদি তার জীবনটা বিষময় হয়ে উঠে তারচে’ সেই ভালো চুপ করে থাকা”। আমি জানি আমার এ কথাটাই তোমাকে কষ্ট দিয়েছে সাময়িক মিথ্যে বলে আনন্দ পাবার চেয়ে সত্যি বলে দীর্ঘস্থায়ী কষ্ট পাওয়া ভালো। নিজেকে ধ্বংস করার আগে নিজেকে শুধরে নেয়াটা জরুরী। তাইতো নিজেকে শুধরে নিচ্ছি। নন্দিতা, প্রতিদিন অন্তত একবার করে পৃথিবীর মতো করে হেসো তাতে জমে থাকা কষ্টগুলো হালকা হবে। জানোতো ভাবলেই কষ্ট না ভাবলে কিছুই না। মন থাকলেই মন খারাপ হয়। 

তীরে এসে তরী ডুবলে ভাগ্যের দোষ দেই আমরা কিন্তু ভাগ্যটাকে বদল করতেই যতো আপত্তি! আমি হয়তো ভাগ্যটাকে একটু বদল করতে পারতাম কিন্তু তাতে জীবন ততটা আনন্দের হতো না যতটা তুমি চেয়েছিলে। 

নন্দিতা, রাত সাড়ে ১০টা বাজতে চললো। ষ্টুডিও ছেড়ে বাড়ি যেতে হবে। আজ এটুকুই আবার আর একদিন লিখবো। ভালো থেকো অন্তত অভিনয় করে হলেও। 

শেষান্তে 
রয়

0 comments: