undefined
undefined
undefined
কবিতাঃ সুমন্ত চট্টোপাধ্যায়
Posted in কবিতাকবিতা
শতাব্দীর শেষ রাতে
সুমন্ত চট্টোপাধ্যায়
লালিত স্বপ্নেরা ঘুমিয়ে যায়
শতাব্দীর শেষ রাতে,
থিতিয়ে যেতে চায়
আকাশের ধূসর নক্ষত্ররাজি
কোনো সদ্যজাত কুঁড়ির গভীরে।
আবছা কিছু জলছবির মতন
যেখানে সবার আসার কথা ছিল,
শুধু কবি এসে দাঁড়িয়েছেন
বিস্ফোরিত জনসমুদ্রে দাঁড়ালেও
তিনি একা—
তাঁর একার ভেতর জনসমুদ্র
শীতল বালিতে পা রেখে
তিনি দেখেন, তাঁর মাঝে
বুদ্ধমূর্তির বামিয়ান-রক্তাক্ত গাজা
অথচ মায়াবী রাতের নীরবতায়
কুর্দ মহিলারা বন্দুক তুলে নিয়েছে,
নতুন শতাব্দীর যুদ্ধ আসন্ন
এই যুদ্ধে সব ঠিক হয়ে যাবে,
লালিত স্বপ্নে ঘুমোবে সবাই—
ফিলিস্তিনী মরুভূমির বিশালতা জুড়ে
জ্বলজ্বল করতে থাকবে শুধু
এক ক্ষীণ-ক্ষুদ্র আলোকবিন্দু।
0 comments: